উদ্বোধনের দুই মাসেই সাফল্যের চূড়ায় উখিয়া বিজিবি, উদ্ধার বিপুল ইয়াবা ও অস্ত্র

উদ্বোধনের দুই মাসেই সাফল্যের চূড়ায় উখিয়া বিজিবি, উদ্ধার বিপুল ইয়াবা ও অস্ত্র

উদ্বোধনের দুই মাসেই সাফল্যের চূড়ায় উখিয়া বিজিবি, উদ্ধার বিপুল ইয়াবা ও অস্ত্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমার সীমান্তে গঠিত নবসৃজিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) উদ্বোধনের মাত্র দুই মাসের মধ্যেই মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই সময়ের মধ্যে ব্যাটালিয়নটি ৪৪৩১টি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

বিজিবির সূত্রে জানা গেছে, মার্চ ও এপ্রিল—এই দুই মাসে পরিচালিত অভিযানে ২ লাখ ৯৫ হাজার ৯০ পিস ইয়াবা, ৩টি পিস্তল (ওয়ান শুটার গান), ৩৪টি গুলি এবং অন্যান্য চোরাচালানি পণ্যসহ ১২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মাদক ও সীমান্ত অপরাধ দমনে বিজিবির এমন সাফল্য সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জোরদার করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

গত ১ মার্চ ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন করেন।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের অধীন ৬৪ বিজিবি ব্যাটালিয়নটি মাদক ও অস্ত্র চোরাচালান রোধে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সমাজ থেকে মাদক নির্মূলে তাদের এ সাফল্য প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।