বিজিবির খেদাছড়া ব্যাটালিয়নের মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা পেল শতাধিক পাহাড়ি-বাঙ্গালি
 
                 
নিউজ ডেস্ক
পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় দুস্থ পাহাড়ি-বাঙালি জনগণ এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)।
বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির পলাশপুর জোন সদরে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে ১৯টি অসহায় পরিবারকে সাড়ে ১৩ বান্ডিল ঢেউটিন, দুটি সেলাই মেশিন, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই এবং তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক ফ্যান, ইলেকট্রিক সরঞ্জাম ও একটি নলকূপ (পাইপসহ) প্রদান করা হয়। এছাড়া একজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ ১৫,৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
একই দিনে, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত স্থানীয় জনগণের জন্য পলাশপুর জোন সদরে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্প আয়োজন করে ৪০ বিজিবি। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহ’র নেতৃত্বে অনুষ্ঠিত ক্যাম্পে দুই শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। বিজিবি ভবিষ্যতেও পাহাড়ি-বাঙালি জনগণের পাশে থাকবে।”
স্থানীয়রা জানান, এ ধরনের কার্যক্রম পাহাড়ে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি গরীব-দুঃখী মানুষের জন্য অনেক সহায়ক ভূমিকা রাখে।
এ কার্যক্রমে বিজিবির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
