খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে পাঁচ জনকে অবৈধ ভাবে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সকলেই নিজেদের ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে রামগড় পৌরসভার ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়।

আটকৃতরা হলেন- মো. উম্মেদ আলী (৪২) তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমামিয়া খাতুন (৮)।

জানা যায়, ফেনী নদী সীমান্ত পার হয়ে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজার যাত্রী ছাউনিতে অবস্থান করলে স্থানীয়রা পাঁচ ভারতীয় এই পরিবারকে আটক করে। পরে মহামুনি বিজিবি ক্যাম্পকে খবর দিলে তাদের হেফাজতে নিয়ে যায়।

আটককৃত মো. উম্মেদ আলী জানান, তাদেরকে প্রথমে বিমানে পরে বাসে করে গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়। বুধবার রাতে হাত-চোখ বেঁধে তার পরিবারসহ আরও অনেককে ফেনী নদীতে ছেড়ে দিলে জান নিয়ে বাংলাদেশ সীমান্তে উঠেন আসেন। ফের ভারত সীমান্তে গেলে মেরে ফেলার হুমকি দেয় বিএসএফ।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন জানান, রামগড় সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী পাঁচ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করেছে। তাদেরকে পুলিশ ও বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, বিএসএফ কর্তৃক পুশইন করা পাঁচ নাগরিক কুড়িগ্রাম সদর থানার চর সুপার কুটি গ্রামের বাসিন্দা বলে ওই এলাকার চেয়ারম্যান ও মেম্বারের সাথে কথা বলে পরিচয় জানা গেছে। আইনী প্রক্রিয়া শেষে পুশইনকৃত বাংলাদেশী এই পাঁচ নাগরিককে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।