নাটোরের সিংড়ায় রাতের আঁধারে পাচারের চেষ্টা, সেনা অভিযানে ১৬ টন সরকারি চাল উদ্ধার

নিউজ ডেস্ক
নাটোরের সিংড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল গতকাল বুধবার (২১ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে ১৬ টন ২১০ কেজি সরকারি চাল জব্দ করেছে। সিংড়া বাজার এলাকায় রাত আটটার দিকে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত দুটি ট্রাক থেকে চালগুলো উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চালগুলো ‘কাজের বিনিময়ে খাদ্য’ (কাবিখা) কর্মসূচির আওতায় সরকার কর্তৃক বরাদ্দকৃত ছিল। এগুলো সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়। এরপর ইউএনও তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে স্থানীয় উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য বিতরণ করেন।
তবে অভিযোগ রয়েছে, শ্রমিকরা সাধারণত কাজের বিনিময়ে চাল না নিয়ে নগদ টাকা নিতে আগ্রহী হন। এই সুযোগে চেয়ারম্যান-মেম্বাররা ইউএনওকে অবহিত করে কিছু চাল স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে সেই অর্থ শ্রমিকদের দেন। অথচ সরকারের নীতিমতে খাদ্য অধিদপ্তরের সরবরাহকৃত সরকারি চাল কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়া কিছু অসাধু ডিলার বরাদ্দপ্রাপ্ত চাল উত্তোলনের পর সরাসরি বিক্রি করে দেন বা মজুদ রাখেন, যা নিয়মবিরুদ্ধ। সেনাবাহিনী জানায়, জব্দকৃত চালগুলো সিংড়া থেকে বড়াইগ্রামের দিকে পাচার করা হচ্ছিল।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।