তেজকুনিপাড়ায় সেনা অভিযান: বিদেশি পিস্তল গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার

তেজকুনিপাড়ায় সেনা অভিযান: বিদেশি পিস্তল গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার

তেজকুনিপাড়ায় সেনা অভিযান: বিদেশি পিস্তল গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর তৎপর অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য। আজ ভোর রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে তেজগাঁও সেনা ক্যাম্পের একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে।

সেনাবাহিনীর সূত্র জানায়, উক্ত অবৈধ দ্রব্যাদির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান এখনও চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী বলেছে, তারা জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ। রাজধানীতে মাদক ও অবৈধ অস্ত্র চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

সাধারণ জনগণকে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।