৬ ডিসেম্বর খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন, ভোটার তালিকা প্রকাশের পর চলছে মনোনয়নপত্র সংগ্রহ - Southeast Asia Journal

৬ ডিসেম্বর খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন, ভোটার তালিকা প্রকাশের পর চলছে মনোনয়নপত্র সংগ্রহ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের ২০২০-২০২২ বছরের কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তফসিল ঘোষনার পাশাপাশি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন। গত ১৬ নভেম্বর নির্বাচন পরিচালনার জন্য শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা এম রাশেদুল হককে প্রধান নির্বাচন কমিশনার করে চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অপর তিনজন হলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার আব্দুল গনি, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক জহিরুল ইসলাম ও উন্নয়ন সংস্থা ফোয়ায়ার নির্বাহী পরিচালক সুইচিংথুই মারমা।

ছবি-১: নির্বাচন কমিশন সদস্যদের জরুরী সভা।

একই দিন নির্বাচন কমিশন সদস্যদের এক সভার পরিপ্রেক্ষিতে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ নভেম্বর সোমবার ভোটার তালিকা প্রকাশ করা হবে ও পরদিন ১৯ নভেম্বর মঙ্গলবার তালিকায় আপত্তি দাখিল ও নিষ্পত্তি হবে। ২০ নভেম্বর বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১৮ নভেম্বর সোমবার ভোটার তালিকা প্রকাশ ও ২০ নভেম্বর বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া পদাতিকার বলে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এ সংগঠনের চেয়ারম্যান হয়ে থাকলেও ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও কার্যনির্বাহী সদস্য পদে ইতিমধ্যেই কয়েকজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট নির্বাচন নিয়ে চলছে নানামুখী প্রচার-প্রচারনা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০ ও ২১ নভেম্বর প্রার্থী মনোনয়নপত্র বিক্রয়, আগামী ২৩ নভেম্বর মনোনয়নপত্র দাখিল ও ২৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ২৫ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ ও ২৬ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তির নিষ্পত্তি হবে। পাশাপাশি, ২৭ নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ও ২৮ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ২৯ নভেম্বর চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশের পর আগামী ৬ ডিসেম্বর কার্য নির্বাহী কমিটির নির্বাচন ও একই দিন ফলাফল প্রকাশ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার এম রাশেদুল হক বলেন, “একটি গ্রহনযোগ্য সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিতে আমরা বদ্ধ পরিকর। আমরা চাই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।”