রামগড় সীমান্ত দিয়ে ৩ নাইজেরিয়ান নাগরিকের ভারতে অনুপ্রবেশ, বিএসএফ’র ধাওয়ায় ২ জন ফের বাংলাদেশে, আটক ১ - Southeast Asia Journal

রামগড় সীমান্ত দিয়ে ৩ নাইজেরিয়ান নাগরিকের ভারতে অনুপ্রবেশ, বিএসএফ’র ধাওয়ায় ২ জন ফের বাংলাদেশে, আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড় মহামুনি সীমান্ত এলাকা দিয়ে গোপনে ফেনী নদী পার হয়ে তিন নাইজেরিয়ান নাগরিক, রেমন্ড টম ডমি প্রকাশ অগু অ্যাঞ্জেলা, এনয়েন্টেড উচে প্রকাশ উগম্ব ও একোয়েনুগো স্যামুয়েল ভারতের সাব্রুমে অনুপ্রবেশ করেছে। এসময় সীমান্তে টহলরত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র সদস্যরা তাদের ধাওয়া করে একজনকে আটক করলেও অপর দুইজন সীমান্ত পার হয়ে ফের বাংলাদেশে পালিয়ে আসে বলে খবর পাওয়া গেছে।

গত ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেছেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রামগড় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ জাকির হোসেন। তিনি জানান, অনুপ্রবেশকারী দুইজনকে আটক করতে বিজিবি ও পুলিশ মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অভিযান চালালেও তাদের আটক করতে পারেনি।

বিএসএফের একটি সূত্র মতে, সাব্রুমের ৬৬ বিএসএফের হাতে আটক ব্যক্তির নাম রেমন্ড টম ডমি প্রকাশ অগু অ্যাঞ্জেলা। তিনি নাইজেরিয়ান নাগরিক। বিএসএফ তার কাছ থেকে তিনটি পাসপোর্ট আটক করেছে। এগুলোর একটি তার নিজের এবং অপর দুটির মালিক হচ্ছেন এনয়েন্টেড উচে প্রকাশ উগম্ব ও একোয়েনুগো স্যামুয়েল। এ দুটি পাসপোর্ট পালিয়ে যাওয়া দুই যুবকের। এরাও নাইজেরিয়ার নাগরিক। এছাড়া আটককৃত যুবকের কাছ থেকে একটি ল্যাপটপ, বেশ কয়েকটি মোবাইল ফোনের সিম ও ডিভাইস, তিনটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে। বিএসএফ ও ভারতীয় পুলিশ ধারণা করছে আটক নাইজেরিয়ান যুবকসহ তার সঙ্গীরা আন্তর্জাতিক ব্যাংক হ্যাকার গ্যাংয়ের সদস্য। সূত্রে আরো জানা যায়, আটক নাইজেরিয়ান যুবককে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাব্রুম থানায় হস্তান্তর করেছে বিএসএফ।