সিরাজগঞ্জে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল প্রায় দেড় হাজার রোগী

সিরাজগঞ্জে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল প্রায় দেড় হাজার রোগী

সিরাজগঞ্জে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল প্রায় দেড় হাজার রোগী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার স্বনামধন্য মনসুর আলী কলেজে ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন সেনাবাহিনীর একটি ইউনিট এবং ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যোগে দিনব্যাপী এক বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে আজ।

ক্যাম্পেইনে নাক-কান-গলা, গাইনি, মেডিসিন ও সার্জারির বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ সেনা চিকিৎসকগণ দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন আনুমানিক ১,৪৯৩ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

সিরাজগঞ্জে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল প্রায় দেড় হাজার রোগী

গত ২৫ মে থেকে এ ক্যাম্পেইনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে সিরাজগঞ্জে অবস্থানরত সেনা ইউনিটটি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সেনা ইউনিট অধিনায়ক বলেন, “সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে।”

সিরাজগঞ্জে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল প্রায় দেড় হাজার রোগী

এই কার্যক্রম প্রমাণ করে, সিরাজগঞ্জের সাধারণ জনগণের পাশে সেনাবাহিনী কেবল নিরাপত্তার ক্ষেত্রে নয়, জনসেবামূলক ক্ষেত্রেও ওতপ্রোতভাবে জড়িত।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাস থেকে সিরাজগঞ্জে ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর একটি ইউনিট জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।