গুইমারায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের ঘর পুনর্নির্মাণ করে দিল সেনাবাহিনী

গুইমারায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের ঘর পুনর্নির্মাণ করে দিল সেনাবাহিনী

গুইমারায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের ঘর পুনর্নির্মাণ করে দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে অগ্নিকাণ্ডে ঘর হারানো এক অসহায় পরিবারকে বসতবাড়ি নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন এই কার্যক্রম বাস্তবায়ন করে।

জানা যায়, সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সেনাসদস্যরা নিজেদের অর্থায়নে ক্ষতিগ্রস্ত অনিল কুমার ত্রিপুরার পরিবারকে এই ঘর নির্মাণ করে দেয়।

সোমবার সকালে সিন্দুকছড়ি ইউনিয়নের রোয়াজাপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে অনিল কুমার ত্রিপুরার পরিবারকে একটি পরিপূর্ণ থাকার উপযোগী ঘরের পাশাপাশি পোশাক, শিক্ষা সামগ্রী, শিশুদের খেলনা, এক মাসের রেশন, এবং রান্নাবান্নার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

গুইমারায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের ঘর পুনর্নির্মাণ করে দিল সেনাবাহিনী

জোন অধিনায়ক এ সময় বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে কেবল আইনশৃঙ্খলা রক্ষায় নয়, সাধারণ মানুষের কল্যাণেও সবসময় কাজ করে যাচ্ছে। এই মানবিক সহায়তা আমাদের সেই দায়িত্ববোধেরই অংশ।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি অংক্যথোয়াই ত্রিপুরা কার্বারীসহ সামরিক বাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রান্নাঘর থেকে সৃষ্ট আগুনে অনিল কুমার ত্রিপুরার বসতঘরটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। সেনাবাহিনী ঘটনার পরপরই পরিবারটির পাশে দাঁড়িয়ে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে ঘরটি পুনঃনির্মাণ করে দেয়, যা মানবিক সহানুভূতির এক অনন্য দৃষ্টান্ত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।