সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মাটিরাঙ্গা জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম আধহাম।
সভায় মাটিরাঙ্গার সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভাপতির বক্তব্যে লেঃ কর্নেল ইব্রাহিম আধহাম বলেন, “শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল পক্ষের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। মাটিরাঙ্গা জোন সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।”
সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ খান, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মো. শহিদুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, জয়া ত্রিপুরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা, মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক, গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান দিপু, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা জামায়াত ইসলামের মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. হারুন উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা শান্তি-সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।