সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে গৃহনির্মাণ সামগ্রী (টিন) বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের উদ্যোগে মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাজেক রিসোর্ট এলাকার রুইলুই পর্যটন কেন্দ্রে এই সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা তুলে দেন বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা।
তিনি বলেন, “সাজেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সেনাবাহিনী সবসময় মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, সাজেকে একটি স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন, একটি হাসপাতাল এবং নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।
দিনটির আরেক গুরুত্বপূর্ণ অংশ ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন।
এতে ৪০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অগ্নি নির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে হাতে-কলমে শিক্ষা প্রদান করা হচ্ছে।
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে আনছে এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।