সিরাজগঞ্জে ভেজাল ও চোরাই কসমেটিকসের বিরুদ্ধে সেনা অভিযান, দুইজন গ্রেফতার

সিরাজগঞ্জে ভেজাল ও চোরাই কসমেটিকসের বিরুদ্ধে সেনা অভিযান, দুইজন গ্রেফতার

সিরাজগঞ্জে ভেজাল ও চোরাই কসমেটিকসের বিরুদ্ধে সেনা অভিযান, দুইজন গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিরাজগঞ্জ শহরে মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের ও চোরাই কসমেটিকস দ্রব্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথবাহিনী। অভিযানে দুইজনকে গ্রেফতার ও প্রায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত ২৬ ও ২৭ মে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও কসমেটিকস দোকানে সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বেশ কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ, ভুয়া ব্র্যান্ডের এবং অবৈধ পথে আসা চোরাই পণ্যের উপস্থিতি পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট দোকানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে দুইজনকে গ্রেফতার করা হয় এবং বিভিন্ন অনিয়ম ও প্রতারণামূলক ব্যবসা পরিচালনার দায়ে আনুমানিক ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি আরও বেশ কিছু সন্দেহভাজন দোকানকে চিহ্নিত করা হয়েছে, যেগুলোর ওপর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিরাজগঞ্জে ভেজাল ও চোরাই কসমেটিকসের বিরুদ্ধে সেনা অভিযান, দুইজন গ্রেফতার

সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর একজন অধিনায়ক সাংবাদিকদের জানান, “জনস্বার্থে এই ধরনের অভিযান ঈদের আগ পর্যন্ত সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় চলমান থাকবে। সাধারণ ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতেই আমরা মাঠে রয়েছি।”

এই অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা যৌথভাবে অভিযানের নেতৃত্ব দেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থা ফিরিয়ে এনেছে। ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।