ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বাইকারদের মাঝে হেলমেট বিতরণ

ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বাইকারদের মাঝে হেলমেট বিতরণ

ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বাইকারদের মাঝে হেলমেট বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে প্রতিনিয়ত মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা ঘটছে, যা একটি পরিবার তথা সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই সামাজিক বিপর্যয় রোধে ধারাবাহিকভাবে গণসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে লক্ষ্মীছড়ি উপজেলায় ৫০ জন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে বিনামূল্যে হেলমেট প্রদান করা হয়।

ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বাইকারদের মাঝে হেলমেট বিতরণ

নিরাপদ সড়কের বার্তা ছড়িয়ে দিতে ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলঅম বাইকারদের উদ্দেশ্যে বলেন, “আমাদের সড়ক নিরাপদ করতে হলে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। উঁচু-নিচু পাহাড়ি পথ ও আঁকাবাঁকা মোড়গুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। দ্রুতগতিতে বাইক চালানো থেকে বিরত থাকতে হবে।”

ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বাইকারদের মাঝে হেলমেট বিতরণ

তিনি আরও বলেন, “স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যেও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ স্থানে ট্রাফিক সাইন এবং অন্ধকার সড়কে সোলার লাইট স্থাপন করতে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ দরকার। তাহলেই দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।”

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা রোধে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। শুধু নিরাপত্তার দায়িত্ব নয়, সামাজিক সচেতনতা তৈরিতেও সেনাবাহিনীর অগ্রণী ভূমিকা আমাদের সামনে আরও একটি দায়িত্বশীল রাষ্ট্রীয় সংস্থার উদাহরণ তুলে ধরল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।