দেশজুড়ে যৌথ অভিযানে ৩৯০ অপরাধী আটক: সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন তৎপরতা

দেশজুড়ে যৌথ অভিযানে ৩৯০ অপরাধী আটক: সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন তৎপরতা

দেশজুড়ে যৌথ অভিযানে ৩৯০ অপরাধী আটক: সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন তৎপরতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। চলমান প্রেক্ষাপটে অপরাধ দমনে তারা নিয়মিতভাবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করছে।

গত ২২ থেকে ২৮ মে ২০২৫ সময়কালে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্য, অপহরণকারী, ছিনতাইকারী ও চাঁদাবাজসহ মোট ৩৯০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯৯টি গোলাবারুদ, ১৬টি ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল, মোটরসাইকেল, ওয়াকি-টকি, জালনোট, পাসপোর্ট ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে সম্ভাব্য শ্রমিক অসন্তোষ মোকাবেলায় সেনা সদস্যরা মালিক-শ্রমিকদের সঙ্গে সমঝোতা ও বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বসা অস্থায়ী পশুরহাটে নিরাপত্তা ও পর্যবেক্ষণ নিশ্চিত করতে সেনা টহল দল সর্বক্ষণিক কাজ করছে। একইসঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং টিকিট কালোবাজারি রোধে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান।

সেনাবাহিনী জানিয়েছে, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।