দীর্ঘ সাত বছর পর কাল খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সম্মেলন, আসছেন কেন্দ্রীয় নেতারা - Southeast Asia Journal

দীর্ঘ সাত বছর পর কাল খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সম্মেলন, আসছেন কেন্দ্রীয় নেতারা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০১২ সালে সর্বশেষ সম্মেলনের দীর্ঘ ৭ বছর পর আগামীকাল ২৪ নভেম্বর রবিবার বহুল প্রত্যাশিত খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে। আর সম্মেলন সফল করতে ব্যানার, পোষ্টার ও বিলবোর্ডে রঙিন হয়ে উঠেছে খাগড়াছড়ির রাজপথ। পদ প্রত্যাশীদের প্রচার-প্রচারণায় জেলা সদর ছাড়িয়ে আমেজ ছড়িয়ে পড়েছে উপজেলা এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও।

২০৭ জন কাউন্সিলরের বিপরীতে জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ তিনজন লড়ছেন সভাপতি পদে। আর সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, সহ-সভাপতি মনির খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ সাতজন লড়ছেন এবারের সম্মেলনে।

তবে সম্মেলন প্রস্তুতি কমিটি কর্তৃক প্রণীত কাউন্সিলের তালিকা নিয়ম মেনে করা হয়নীনি বলেও প্রার্থী ও নেতাকর্মীদের রয়েছে নানা অভিযোগ।সভাপতি-সম্পাদক প্রার্থীদের একে অপরের বিরেুদ্ধে রয়েছে নানা অভিযোগ। বিশেষ করে জেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি ও বর্তমান কমিটির সহ-সভাপতির
মধ্যকার দ্বন্দ্ব যেন প্রকাশ্যে চরম আকার ধারন করেছে। একে অপরকে দোষারোপ করে দুই দফায় খাগড়াছড়িতে সংবাদ সম্মেলনও করেছে আওয়ামীলীগের দুইটি অংশ। গত ২১ নভেম্বর সংবাদ সম্মেলনে, বর্তমান সভাপতি ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা তার নিজের পছন্দের লোকদের দিয়ে উপজেলা কমিটি গঠনের মাধ্যমে আধিপত্য বিস্তার করে একপেশী রাজনীতি কায়েম করতে ষড়যন্ত্র মেতে উঠেছে বলে অভিযোগ করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা। তবে অভিযোগকারীদের বিরুদ্ধে উল্টো অপপ্রচারের অভিযোগ তুলছেন আওয়ামীলীগের অভিযুক্ত সিনিয়র নেতারা। পরদিন ২২ নভেম্বর জেলা ও নয় সদ্য গঠিত উপজেলা কমিটির নেতাকর্মীদের উপস্থিততে সমীর দত্ত চাকমার বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন থেকে ষড়যন্ত্রকারী ও ইউপিডিএফের এজেন্ট বলে অভিযোগ আনা হয়। এরই মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের প্রভাব পড়তে শুরু করেছে তৃণমুল নেতাকর্মীদের মধ্যে। আর এসবের মধ্যে দিয়েই ঐতিহাসিক খাগড়াছড়ি আউটার স্টেডিয়াম মাঠে সম্মেলন অনুষ্ঠানের প্যান্ডেলসহ সকল প্রস্তুতি শেষ করেছে সম্মেলন বাস্তবায়ন কমিটি।

এছাড়া নয় উপজেলা ও তিন পৌরসভা নিয়ে গঠিত খাগড়াছড়ি জেলা কমিটির এবারের সম্মেলনে খাগড়াছড়ি জেলা সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আট নেতা অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২০১২ সালে সর্বশেষ অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সম্মেলনে তৎকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা সভাপতি এবং জাহেদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।