নাটোরে ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব, জরুরি মেডিক্যাল সহায়তা সেনাবাহিনী

নাটোরে ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব, জরুরি মেডিক্যাল সহায়তা সেনাবাহিনী

নাটোরে ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব, জরুরি মেডিক্যাল সহায়তা সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাটোরের লালপুরে ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৯ মে) থেকে শনিবার (৩১ মে) বিকেল পর্যন্ত অন্তত ৮০ জন পোশাক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে ওষুধ, স্যালাইন ও জনবলের সংকট।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরে কারখানায় সরবরাহকৃত খাবার গ্রহণের পরপরই অসুস্থ হয়ে পড়েন।

নাটোরে ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব, জরুরি মেডিক্যাল সহায়তা সেনাবাহিনী

চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেই এ রোগ ছড়িয়েছে। দ্রুত সংক্রমণের ফলে অনেকেই ডায়রিয়া ও বমি-ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটে আসেন।

চিকিৎসা ব্যবস্থার ওপর বাড়তি চাপ পড়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ সিভিল সার্জনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চায়। সেনাবাহিনীও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়। গতকাল শনিবার (৩১ মে) বিকেলে সেনাবাহিনীর একটি মেডিক্যাল টিম হাসপাতাল পরিদর্শনে আসে এবং জরুরি ভিত্তিতে ১৫০ প্যাকেট ইনট্রাভেনাস (আইভি) স্যালাইন সরবরাহ করে।

নাটোরে ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব, জরুরি মেডিক্যাল সহায়তা সেনাবাহিনী

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপ চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে বড় ধরনের সহায়তা করেছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

বর্তমানে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং স্থানীয় প্রশাসন জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

সংশ্লিষ্টরা বলছেন, সেনাবাহিনীর এই সহযোগিতা না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।