ঈদ সামনে রেখে রামগড় সীমান্তে চোরাচালান ও চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে ৪৩ বিজিবি

ঈদ সামনে রেখে রামগড় সীমান্তে চোরাচালান ও চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে ৪৩ বিজিবি

ঈদ সামনে রেখে রামগড় সীমান্তে চোরাচালান ও চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে ৪৩ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চোরাচালান ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম জোরদার করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। কুরবানির পশু চোরাচালান ও চামড়া পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে বাহিনীর পক্ষ থেকে।

৪৩ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে গরু ঢোকা রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশে কুরবানির জন্য প্রয়োজনীয় পরিমাণ পশু মজুত রয়েছে, ফলে দেশীয় খামারিদের সুরক্ষায় বিদেশি গরুর অনুপ্রবেশ ঠেকানো জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ঈদের পর কুরবানির চামড়া পাচারের আশঙ্কায়ও সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে।

ঈদ সামনে রেখে রামগড় সীমান্তে চোরাচালান ও চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে ৪৩ বিজিবি

একইসঙ্গে, ঈদের ছুটিতে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য সীমান্তের নিরাপত্তা, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা এবং ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি তৎপর থাকবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে রামগড় ব্যাটালিয়ন। সীমান্তবর্তী জনসাধারণকে সঙ্গে নিয়ে নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। অবৈধভাবে পুশ-ইনের ঘটনায় প্রতিবেশী বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিত প্রতিবাদ জানানো হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed