মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ উপহার: অসহায় পরিবারে খুশির ঝিলিক

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ উপহার: অসহায় পরিবারে খুশির ঝিলিক

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ উপহার: অসহায় পরিবারে খুশির ঝিলিক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে জোনের অধীন বিভিন্ন এলাকার প্রায় ৫০টি পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম আধহাম।

উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এসব উপহারের উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত পরিবারগুলো যেন ঈদের আনন্দ শান্তিপূর্ণ পরিবেশে ভাগ করে নিতে পারে।

এ কর্মসূচির অংশ হিসেবে আর্থিকভাবে অস্বচ্ছল দুটি পরিবারের চিকিৎসা সহায়তা এবং একটি মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেন জোন অধিনায়ক।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা মাটিরাঙ্গা জোনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করেন।

উপহার বিতরণকালে জোন উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ খান সুবিধাভোগী পরিবারগুলোর সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জোন অধিনায়ক বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই। মাটিরাঙ্গায় বসবাসরত জনগণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *