আলীকদম সেনা জোনের মতবিনিময় সভা: দুর্গম এলাকার জনগণের পাশে থাকার আশ্বাস

নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুরং কমপ্লেক্সের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম।
সভায় প্রধান অতিথি বর্তমান প্রতিকূল আবহাওয়ার প্রেক্ষাপটে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে কিনা তা জানতে চান এবং উদ্ভূত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “এলাকায় কোনো সমস্যা হলে সেনা জোনের সহায়তা নিতে দ্বিধা না করে যোগাযোগ করতে হবে।”
জোন কমান্ডার আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন ও সহযোগিতাপরায়ণ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্যও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সভায় তিনি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভা শেষে জোন অধিনায়ক উপস্থিত ব্যক্তিদের ঈদুল আজহার প্রীতি উপহার প্রদান করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।