নেত্রকোনা সীমান্তে দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশিকে নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)–এর কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় ভারতের মেঘালয়ের বাঘমারা সীমান্ত থেকে বিজয়পুর বিওপির বিজিবি সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।
হস্তান্তর করা ব্যক্তিরা হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কচুগড়া এলাকার রিপন সরকার (৩৫) ও তার স্ত্রী ডলি সরকার (৩০)।
আটক হওয়া রিপন সরকার সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার (৩ জুন) রাতে তিনি ও তার স্ত্রী কচুগড়া সীমান্ত দিয়ে ভারতের আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে প্রবেশ করলে, পরদিন সকালে বিএসএফ তাদের আটক করে ভারতের পুলিশে হস্তান্তর করে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের শূন্যরেখায় তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় বিজয়পুর বিওপির নায়েক মো. জসিম উদ্দিন বাদী হয়ে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেন এবং আটক ব্যক্তিদের দুর্গাপুর থানায় হস্তান্তর করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান জানান, ‘বিজিবি একটি মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করেছে। শুক্রবার আদালতে পাঠানো হবে।’
এর আগে বুধবার বিজয়পুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩২ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছিল বিএসএফ। বিজিবি ও সেনাবাহিনী আটজনকে আটক করে। গেল পাঁচ দিনে এই সীমান্ত দিয়ে মোট ৫১ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।