কাপ্তাইয়ে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, এমএনপি–জেএসএস সংঘর্ষের আভাস
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত হাকিম খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার বাসিন্দা এবং মৃত বাহার আলীর ছেলে।
রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, ৯–১০ জনের একটি সশস্ত্র উপজাতি সন্ত্রাসী দল হঠাৎ ফুলতলি গ্রামে ঢুকে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫–৬ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলাকারীরা গুলি ছুড়ে পালিয়ে যায়।
স্থানীয় আরেকটি সূত্র জানায়, ফুলতলি মুতিপাড়া এলাকায় এমএনপি (মারমা ন্যাশনাল পার্টি) এবং পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। উভয়পক্ষের মধ্যে ৪–৫ রাউন্ড গুলিবিনিময়ের সময় এমএনপি–সমর্থক মো. আব্দুল হাকিম নিহত হন।
তবে এ বিষয়ে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন এবং কেউই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না।
রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কে বা কারা, কী কারণে এই হামলা চালিয়েছে, তা জানা সম্ভব হয়নি।”
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয়রা কোনো ধরনের সহযোগিতা করছে না। নিহতের মরদেহও এখন পর্যন্ত পাওয়া যায়নি। তদন্ত চলছে।”
পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় সশস্ত্র উপজাতি গ্রুপগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের পটভূমিতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসন জানিয়েছে, এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
