বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৯ জন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৯ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ জুন) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপচাঁচিয়া আর্মি ক্যাম্পের আওতাধীন একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ও আনুমানিক ১০ গ্রাম ওজনের ২৯ প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। সেনা সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পরবর্তীতে আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।