৪ বছরেও বিচার হয়নি ওমর ফারুক ত্রিপুরা হত্যাকান্ডের, রাঙামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৪ বছরেও বিচার হয়নি ওমর ফারুক ত্রিপুরা হত্যাকান্ডের, রাঙামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৪ বছরেও বিচার হয়নি ওমর ফারুক ত্রিপুরা হত্যাকান্ডের, রাঙামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলার উদ্যোগে শহীদ ওমর ফারুক ত্রিপুরার স্মরণে আজ বুধবার (১৮ জুন) বাদ আসর রাঙামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিসিসিপি রাবিপ্রবি সভাপতি নূর আলম, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, ছাত্রশিবির রাঙামাটি জেলা সভাপতি শহিদুল ইসলাম শাফি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমাম হোছাইন ইমু, কলেজ শাখার সভাপতি শাহেদ আলম ইমন প্রমুখ। এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, “২০২১ সালের এই দিনে বান্দরবানের রোয়াংছড়িতে তুলাছড়ি পাড়ায় মসজিদের ইমাম ও নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরাকে সন্তু লারমার নেতৃত্বাধীন সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। চার বছর পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি, বিচার প্রক্রিয়ায়ও অগ্রগতি নেই। পরিবারটি এখনো কোনো সরকারি সহায়তা পায়নি।

৪ বছরেও বিচার হয়নি ওমর ফারুক ত্রিপুরা হত্যাকান্ডের, রাঙামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলে জেএসএস ও ইউপিডিএফ নামধারী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বাঙালি, সাধারণ পাহাড়ি ও নওমুসলিমদের ওপর অব্যাহত হামলা, খুন ও গুম চালিয়ে যাচ্ছে। রোয়াংছড়ির তুলাছড়িতে ইসলাম গ্রহণ করা প্রায় ৩০টি পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

বক্তারা অবিলম্বে নওমুসলিমদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ওমর ফারুকসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল রাজনৈতিক-সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

শোকসভা শেষে ওমর ফারুক ত্রিপুরার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঠালতলী জামে মসজিদের পেশ ইমাম সেকান্দর হোসাইন রিজভী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।