সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: অস্ত্রসহ ইউপিডিএফের দুই সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ১১ নম্বর কিলো এলাকায় সেনাবাহিনীর অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দুই সক্রিয় সন্ত্রাসী অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের সেনাসদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন— সুগা চাকমা ও বিন্দুময় চাকমা। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ইউপিডিএফ-এর সক্রিয় সদস্য হিসেবে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়ানোর মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে: একটি এলজিম (অবৈধ আগ্নেয়াস্ত্র), একাধিক গুলি, চাঁদা আদায়ের রশিদ, লেনদেনের হিসাব খাতা ও নগদ অর্থ।
উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর বার্তা: শান্তি প্রতিষ্ঠায় অভিযান চলবে
বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা বলেন, “এই অভিযান পার্বত্য অঞ্চলে শান্তি ও জননিরাপত্তা রক্ষার অংশ হিসেবে পরিচালিত হয়েছে। অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।