সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: অস্ত্রসহ ইউপিডিএফের দুই সন্ত্রাসী আটক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ১১ নম্বর কিলো এলাকায় সেনাবাহিনীর অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দুই সক্রিয় সন্ত্রাসী অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের সেনাসদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন— সুগা চাকমা ও বিন্দুময় চাকমা। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ইউপিডিএফ-এর সক্রিয় সদস্য হিসেবে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়ানোর মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে: একটি এলজিম (অবৈধ আগ্নেয়াস্ত্র), একাধিক গুলি, চাঁদা আদায়ের রশিদ, লেনদেনের হিসাব খাতা ও নগদ অর্থ।
উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর বার্তা: শান্তি প্রতিষ্ঠায় অভিযান চলবে
বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা বলেন, “এই অভিযান পার্বত্য অঞ্চলে শান্তি ও জননিরাপত্তা রক্ষার অংশ হিসেবে পরিচালিত হয়েছে। অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।