সংরক্ষিত বনভূমি দখল করে সাজেকে কলেজের নামে ইউপিডিএফ কর্তৃক আস্তানা নির্মাণের অভিযোগ
ছবি- পার্বত্য নিউজ।
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সরকারের সংরক্ষিত বনভূমিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ-এর প্রত্যক্ষ সহযোগিতায় ‘সাজেক কলেজ’–এর নামে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
কলেজের নামে চালানো এই কার্যক্রম আসলে একটি সংগঠিত ও সুপরিকল্পিত ভূমি দখলের চেষ্টা, যেখানে স্থানীয়রা ভবিষ্যতে ইউপিডিএফ-এর ‘আতুরঘর’ গড়ে উঠার আশঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মার্চ মাসের শুরু থেকেই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংরক্ষিত রিজার্ভ ফরেস্ট এলাকায় টিনসেড বিল্ডিং নির্মাণ শুরু করে একটি চক্র। পরে বিষয়টি পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের নজরে এলে তারা লিখিতভাবে কাজ বন্ধের নির্দেশনা দেয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করে যে সরকারি অনুমতি ছাড়া সংরক্ষিত বনভূমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ দণ্ডনীয় অপরাধ। কিন্তু কিছুদিন কাজ বন্ধ রাখার পর, আজ (বুধবার) দুপুর থেকে আবারো পালাক্রমে লোক জড়ো করে ভবন নির্মাণকাজ শুরু করা হয়েছে।
সাজেক এলাকার একজন গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কলেজের নামে মূলত ইউপিডিএফ একটি সংগঠনিক ঘাঁটি নির্মাণ করছে। ভবিষ্যতে এখানে তারা সশস্ত্র কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এটি সাধারণ সাজেকবাসীর জন্য চরম উদ্বেগের বিষয়।”
এ বিষয়ে সাজেক ইউনিয়নের বন বিভাগ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংশ্লিষ্ট কর্মকর্তারা সাড়া দেননি।
উল্লেখ্য, ইউপিডিএফ পূর্বেও পার্বত্য অঞ্চলে সরকারি জমি দখল, চাঁদাবাজি এবং সশস্ত্র কার্যক্রম পরিচালনার অভিযোগে বারবার আলোচনায় এসেছে। কলেজের নাম ব্যবহার করে সংরক্ষিত বনভূমিতে একটি সন্ত্রাসী সংগঠনের ঘাঁটি তৈরির চেষ্টা শুধু বেআইনি নয়, পাহাড়ে চলমান শান্তিপ্রক্রিয়ার প্রতিও সরাসরি চ্যালেঞ্জ বলে মনে করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।