শিক্ষাপ্রতিষ্ঠানে উপকরণ, মন্দির ও অসহায়দের অনুদান প্রদান করল বিজিবির রামগড় জোন
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে খাগড়াছড়ির রামগড় জোন (৪৩ বিজিবি)। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে বিজিবির রামগড় জোনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ সহায়তা ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও অসহায়দের হাতে এসব উপকরণ ও সহায়তা তুলে দেন।

বিজিবির পক্ষ হতে জানানো হয়, এদিন রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাবালে নূর গার্লস মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য একটি কম্পিউটার প্রদান করা হয়।
একই সঙ্গে নতুনপাড়া ও চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে রামগড় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আর্থিক অনুদান প্রদান করে বিজিবি।

একই সঙ্গে এলাকার গরীব ও অসহায় পরিবারগুলোকেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যাতে তারা কিছুটা হলেও স্বস্তি পায় জীবন-জীবিকার লড়াইয়ে।
এই মানবিক কার্যক্রমে স্থানীয়রা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাধারণ মানুষ মনে করছেন, শুধু সীমানা পাহারা নয়—বিজিবি এখন উন্নয়ন ও মানবিকতায় সমাজের অংশীদার হয়ে উঠেছে ।

রামগড় জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ এবং শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি স্থানীয় জনজীবনের মানোন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে বিজিবির এই ধরনের অংশগ্রহণ শুধু শান্তি রক্ষাই নয়, দীর্ঘস্থায়ী আস্থার বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে—যা একটি নিরাপদ, শিক্ষিত ও সহনশীল সমাজ গঠনে সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।