শিক্ষাপ্রতিষ্ঠানে উপকরণ, মন্দির ও অসহায়দের অনুদান প্রদান করল বিজিবির রামগড় জোন

শিক্ষাপ্রতিষ্ঠানে উপকরণ, মন্দির ও অসহায়দের অনুদান প্রদান করল বিজিবির রামগড় জোন

শিক্ষাপ্রতিষ্ঠানে উপকরণ, মন্দির ও অসহায়দের অনুদান প্রদান করল বিজিবির রামগড় জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে খাগড়াছড়ির রামগড় জোন (৪৩ বিজিবি)। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে বিজিবির রামগড় জোনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ সহায়তা ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও অসহায়দের হাতে এসব উপকরণ ও সহায়তা তুলে দেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে উপকরণ, মন্দির ও অসহায়দের অনুদান প্রদান করল বিজিবির রামগড় জোন

বিজিবির পক্ষ হতে জানানো হয়, এদিন রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাবালে নূর গার্লস মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য একটি কম্পিউটার প্রদান করা হয়।

একই সঙ্গে নতুনপাড়া ও চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে রামগড় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আর্থিক অনুদান প্রদান করে বিজিবি।

শিক্ষাপ্রতিষ্ঠানে উপকরণ, মন্দির ও অসহায়দের অনুদান প্রদান করল বিজিবির রামগড় জোন

একই সঙ্গে এলাকার গরীব ও অসহায় পরিবারগুলোকেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যাতে তারা কিছুটা হলেও স্বস্তি পায় জীবন-জীবিকার লড়াইয়ে।

এই মানবিক কার্যক্রমে স্থানীয়রা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাধারণ মানুষ মনে করছেন, শুধু সীমানা পাহারা নয়—বিজিবি এখন উন্নয়ন ও মানবিকতায় সমাজের অংশীদার হয়ে উঠেছে ।

শিক্ষাপ্রতিষ্ঠানে উপকরণ, মন্দির ও অসহায়দের অনুদান প্রদান করল বিজিবির রামগড় জোন

রামগড় জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ এবং শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি স্থানীয় জনজীবনের মানোন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে বিজিবির এই ধরনের অংশগ্রহণ শুধু শান্তি রক্ষাই নয়, দীর্ঘস্থায়ী আস্থার বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে—যা একটি নিরাপদ, শিক্ষিত ও সহনশীল সমাজ গঠনে সহায়ক হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।