সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, সেবা পেলেন আড়াই শতাধিক পাহাড়ি ও বাঙ্গালি

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, সেবা পেলেন আড়াই শতাধিক পাহাড়ি ও বাঙ্গালি

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, সেবা পেলেন আড়াই শতাধিক পাহাড়ি ও বাঙ্গালি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে স্থিতিশীলতা, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন কর্তৃক আয়োজিত এক মেডিকেল ক্যাম্পে প্রায় আড়াই শতাধিক পাহাড়ি ও বাঙ্গালি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সিন্দুকছড়ি বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন সিন্দুকছড়ি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির।

চিকিৎসা গ্রহণে আগত নারী, শিশু ও বয়স্করা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ব্যবস্থাপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পান বিনামূল্যে।

চিকিৎসা কার্যক্রম শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনগণকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানানো হয়। ক্যাপ্টেন নাহিয়ান বলেন, “এই পাহাড় আমাদের সবার। সম্প্রীতি রক্ষা করে একসঙ্গে বসবাস করলেই শান্তি ও উন্নয়ন সম্ভব।” তিনি পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও মানবিক সহায়তাসহ বিভিন্ন খাতে অবদান রেখে চলেছে। এসব কার্যক্রম পাহাড়ে সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকা এবং জনসাধারণের আস্থাকে আরও সুদৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।