রাবিপ্রবির নির্মাণকাজে ফের চাঁদার দাবিতে জেএসএস-এর সশস্ত্র হামলা, শ্রমিকদের প্রাণনাশের হুমকি

চাঁদার দাবিতে ফের রাবিপ্রবিতে জেএসএসের সশস্ত্র মহড়া, শ্রমিকদের প্রাণনাশের হুমকি

চাঁদার দাবিতেরাবিপ্রবির উন্নয়নকাজে সন্ত্রাসী তৎপরতা: প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের ফের রাবিপ্রবিতে জেএসএসের সশস্ত্র মহড়া, শ্রমিকদের প্রাণনাশের হুমকি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নির্মাণাধীন মূল ক্যাম্পাসে ফের চাঁদার দাবিতে সশস্ত্র মহড়া চালিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাত পৌনে ১১টার দিকে অস্ত্রধারী সাতজন সন্ত্রাসী ক্যাম্পাসে প্রবেশ করে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের মোবাইলফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেএসএস-এর সন্ত্রাসীরা শ্রমিকদের অকথ্য ভাষায় গালাগাল করে জানিয়ে দেয়, চাঁদা না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ চলবে না। তারা শ্রমিকদের উদ্দেশে স্পষ্টভাবে হুমকি দেয়—চাঁদা না দিলে “বার্স্ট ফায়ার” চালিয়ে হত্যা করা হবে।

এই ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো ক্যাম্পাস এলাকা ভীতিকর পরিবেশে আচ্ছন্ন হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জেএসএস চাঁদার দাবিতে বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ করে দেয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের দাবি মেনে অর্থ পরিশোধ করলে কাজ আবার শুরু হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে তারা ফের অস্ত্র হাতে ক্যাম্পাসে হানা দেয় এবং শ্রমিকদের মোবাইলফোন ছিনিয়ে নিয়ে কাজ বন্ধের নির্দেশ দেয়।

এই প্রকল্পটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে ‘রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এমই-আরবি জয়েন্ট ভেঞ্চার ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে তিনতলা একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণকাজ পরিচালনা করছে।

উল্লেখ্য, রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়ক সংলগ্ন এলাকাসহ আশপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরে জেএসএস-এর সশস্ত্র উপস্থিতি ও আধিপত্য রয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজি এবং সন্ত্রাসী হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেওয়ার ঘটনা সেখানে নতুন নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানোর পর সন্ত্রাসীরা কিছু সময় গা-ঢাকা দিলেও এখন আবার প্রকাশ্যে চাঁদার দাবিতে তৎপর হয়ে উঠছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।