বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ডিমশাহার এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত এক সফল অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজন সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল শনিবার রাতে সেনাবাহিনীর দুপচাঁচিয়া সেনা ক্যাম্প থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ধরনের মোট ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনানুগ প্রক্রিয়ায় দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এই অভিযান এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে চলছিল এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। সেনাবাহিনীর এ পদক্ষেপে সেই উৎকণ্ঠা অনেকটাই কমে এসেছে।

প্রসঙ্গত, সেনাবাহিনী পার্বত্য অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।