কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার গোলাছড়িতে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন।

রোববার (২৯ জুন) সকাল থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় এবং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ারের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার।

চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধও বিতরণ করা হয়। ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চলমান থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।