সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাহাড়ি শান্তি-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জোন সদর দপ্তরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জোন উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী।

সভায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম রুবেল, জালিয়াপাড়া ফরেস্ট অফিসার মহসিন হাসান তালুকদার, জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, মানিকছড়ি থানার ওসি মাহমুদুল হাসান রুবেল, গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরীসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, হেডম্যা-কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত

সভায় বর্ষা মৌসুমে পাহাড় ধসে সম্ভাব্য ক্ষয়ক্ষতি, জলাবদ্ধতা ও পরিবেশ সংরক্ষণে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। গাছ কাটা নিরুৎসাহিত করতে জুলাই-আগস্ট মাসে বিশেষ নজরদারির কথা বলা হয়। পাশাপাশি অনলাইন জুয়া, মাদক ও চোরাচালান প্রতিরোধে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

আইনি প্রক্রিয়া ছাড়া বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরূপ প্রভাব নিয়েও আলোচনায় উদ্বেগ প্রকাশ করা হয়। জমি সংক্রান্ত বিরোধে সেনাবাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়। সাম্প্রতিক সময়ে অপহরণ বৃদ্ধির বিষয়েও সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয় এবং সন্ত্রাসবিরোধী নজরদারি বাড়াতে আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, সেনাবাহিনী ও প্রশাসনের এ ধরনের নিয়মিত সমন্বয় সভা পাহাড়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।