সুপ্রদীপ চাকমার ‘আদিবাসী’ স্বীকৃতির দাবির বিরুদ্ধে খাগড়াছড়িতে নাগরিক পরিষদের মানববন্ধন

সুপ্রদীপ চাকমার ‘আদিবাসী’ স্বীকৃতির দাবির বিরুদ্ধে খাগড়াছড়িতে নাগরিক পরিষদের মানববন্ধন

সুপ্রদীপ চাকমার ‘আদিবাসী’ স্বীকৃতির দাবির বিরুদ্ধে খাগড়াছড়িতে নাগরিক পরিষদের মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার ‘আদিবাসী’ স্বীকৃতির দাবি এবং ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০’ সংশোধন করে ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ, ২০২৫ (প্রস্তাবিত)’ প্রণয়নের উদ্যোগের বিরুদ্ধে খাগড়াছিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও তাদের অঙ্গসংগঠনগুলো।

সোমবার সকালে শহরের কেন্দ্রীয় শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবীর, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাসুম রানা এবং সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “প্রস্তাবিত এই অধ্যাদেশ শুধু সংবিধানের মূল চেতনার পরিপন্থীই নয়, বরং তা বাংলাদেশের একক জাতিসত্তার ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এটি বিভাজনমূলক রাজনীতিকে উসকে দেবে এবং জাতীয় ঐক্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে।”

সুপ্রদীপ চাকমার ‘আদিবাসী’ স্বীকৃতির দাবির বিরুদ্ধে খাগড়াছড়িতে নাগরিক পরিষদের মানববন্ধন

তারা আরও বলেন, “সংবিধানের ৬(২) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে—রাষ্ট্রের জনগণ জাতি হিসেবে বাঙালি। সেই মূলনীতি উপেক্ষা করে ‘আদিবাসী’ শব্দ প্রতিষ্ঠার চক্রান্ত রাষ্ট্রীয় চরিত্রের ওপর সরাসরি আঘাত।”

বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, এই ধরনের আইন বাস্তবায়ন হলে পার্বত্য চট্টগ্রামে জাতিগত বিভাজন ও অস্থিরতা তৈরি হতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠবে।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত প্রস্তাবিত ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করে পার্বত্য এলাকার সকল জনগোষ্ঠীর অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য, বাস্তবভিত্তিক ও সংবিধানসম্মত নীতি প্রণয়নের আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে রাঙামাটিতেও একই দাবিতে পিসিসিপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি পাহাড়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।