পিলখানায় বিডিআর বিদ্রোহ: জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়লো
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ ও তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ বাড়িয়েছে সরকার। সোমবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
পিলখানায় বিডিআর বিদ্রোহে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার উদঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হয়।
প্রকাশিত গেজেটে বলা হয়, সরকার ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের ক্ষমতাবলে ২০২৪ সালের ২৪ ডিসেম্বরের জারি করা ৪২৪ নম্বর আইন দ্বারা গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ এবং তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করলো। এই প্রজ্ঞাপন কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।