শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইউপিডিএফ (গণতান্ত্রিক)
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়ন চায় পার্বত্য চট্টগ্রামবাসী, আর এ চুক্তির পূর্ণ বাস্তবায়নে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে মন্তব্য করে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন চুক্তি স্বাক্ষর করেও জেএসএস (সন্তু) বর্তমানে পাহাড়ে চুক্তিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি চুক্তিবিরোধী ইউপিডিএফ (প্রসীত) পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে। তাই তাদেরকে বয়কট করেছে পাহাড়ী জনগন। তারা বলেন, সরকারের উচিত এখনই ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) কে নিষিদ্ধ করা। তবেই পাহাড়ে শান্তি আসবে।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ২রা ডিসেম্বর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালি বাস টার্মিনাল সংলগ্ন মাঠে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি ধন দে। অন্যান্যদের মধ্যে সংগঠনটির সদস্য বরুন বিকাশ কার্বারী, জেএসএস (এমএন লারমা) দলের দীঘিনালা উপজেলা সহ-সভাপতি শান্তি লোচন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ও ২ নং বোয়ালখালি ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা সুলেন চাকমা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।