ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, দায় অস্বীকার সরকারের
![]()
নিউজ ডেস্ক
ভারতজুড়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক্স অ্যাকাউন্টে প্রবেশ করা যাচ্ছে না। রয়টার্সের এক্স অ্যাকাউন্ট ভারতে ‘আইনি দাবির প্রেক্ষিতে’ স্থগিত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি নোটিশে জানানো হয়েছে। এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে, তারা এমন কোনও আইনি নির্দেশনা দেয়নি। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।
সরকারের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘রয়টার্সকে ব্লক করার জন্য ভারতের পক্ষ থেকে কোনও নির্দেশনা নেই এবং আমরা এক্স প্ল্যাটফর্মের সঙ্গে একযোগে সমস্যাটির সমাধানে কাজ করছি।’
তবে সূত্র জানায়, মে মাসে চালানো ‘অপারেশন সিন্দুর’-এর সময় রয়টার্সসহ কয়েকশ অ্যাকাউন্ট ব্লক করার দাবি জানানো হয়েছিল।
যদিও তখন অনেক অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়। রয়টার্সের অ্যাকাউন্ট তৎকালীন সময়ে ব্লক করা হয়নি।
এখন এলন মাস্কের মালিকানাধীন এক্স সম্ভবত সেই পুরনো দাবির ভিত্তিতে রয়টার্সের অ্যাকাউন্ট ভারতে ব্লক করেছে।
তবে যেহেতু এখন আর বিষয়টি প্রাসঙ্গিক নয়, তাই সরকার এক্স-এর কাছে এই ব্লক করার কারণ জানতে চেয়েছে এবং নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে।
একজন সরকারি সূত্র জানায়, ৭ মে ‘অপারেশন সিন্দুর’-এর সময় একটি আদেশ জারি করা হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। এখন এক্স সেই আদেশ কার্যকর করেছে, যা তাদের একটি ভুল। সরকার ইতিমধ্যে বিষয়টি দ্রুত সমাধানের জন্য এক্স-এর সঙ্গে যোগাযোগ করেছে।
রয়টার্সের কাছে মন্তব্য জানতে চেয়ে পাঠানো একটি ইমেইলের উত্তর পাওয়া যায়নি।
রয়টার্স টেক নিউজ, রয়টার্স ফ্যাক্ট চেক, রয়টার্স এশিয়া ও রয়টার্স চায়না-এর মতো সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টগুলো ভারতে এখনও প্রবেশযোগ্য। তবে রয়টার্সের প্রধান এক্স অ্যাকাউন্ট এবং রয়টার্স ওয়ার্ল্ড অ্যাকাউন্ট ভারতে বন্ধ রয়েছে।
এক্স ব্যবহারকারীরা যখন রয়টার্সের মূল অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করছেন, তখন একটি বার্তা দেখাচ্ছে। সেখানে লেখা উঠছে- ‘অ্যাকাউন্ট স্থগিত। @রয়টার্সকে ভারতে একটি আইনি দাবির প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে।’
এক্সের সহায়তা কেন্দ্রে ব্যাখ্যা করা হয়েছে, কোনও দেশভিত্তিক কনটেন্ট আটকে দেওয়ার বার্তা মানে হচ্ছে— বৈধ আইনি দাবির প্রেক্ষিতে, যেমন: আদালতের আদেশ বা স্থানীয় আইন অনুযায়ী, পুরো অ্যাকাউন্ট বা নির্দিষ্ট পোস্ট স্থগিত করতে তারা বাধ্য হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।