সিংড়ায় অভিযান চালিয়ে ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করল সেনাবাহিনী

সিংড়ায় অভিযান চালিয়ে ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করল সেনাবাহিনী

সিংড়ায় অভিযান চালিয়ে ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাটোর জেলার সিংড়া বাজারে অবৈধভাবে সংরক্ষিত ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে সেনাবাহিনী ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানকারী দল। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সেনাবাহিনীর টহল দলের সমন্বয়ে সিংড়া বাজার এলাকার তিনটি দোকানে একযোগে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যেগুলো দীর্ঘদিন ধরে গোপনে মজুত রেখে বিক্রির চেষ্টা চলছিল বলে জানা গেছে।

উদ্ধার করা জালসমূহ তাৎক্ষণিকভাবে উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই অভিযান শুধু অবৈধ মৎস্য সামগ্রী দমনেই সীমাবদ্ধ নয়, এটি জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা জানান, পরিবেশ ও প্রাণিসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

প্রসঙ্গত, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশের জলজ সম্পদ, বিশেষ করে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর এই পদক্ষেপ প্রশংসার দাবিদার।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।