বগুড়ায় সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম, সেবা পেলেন প্রায় ২ হাজার মানুষ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে বগুড়ার ধনুটে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার ধনুট উপজেলার সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত হয় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম।
এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় ১৮২৭ জন মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণের সুযোগ পান।

চিকিৎসা সেবায় যুক্ত ছিলেন মেডিসিন, প্রসূতি, শিশু, চক্ষু এবং নাক-কান-গলা রোগের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
বিশেষত চক্ষু রোগীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয় এবং ১৩ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নিবন্ধন করা হয়, যাদের পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিনামূল্যে অপারেশন করানো হবে।

শুধু চিকিৎসা নয়, স্থানীয় শিশুদের জন্যও ছিল বিশেষ সহায়তা।
সেনাবাহিনীর পক্ষ থেকে ২০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়, যা এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে অসহায় জনগণের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসা ক্যাম্প উপলক্ষে সেনাবাহিনীর কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার আবহ দেখা গেছে।
প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা নয়, বরং মানবিক কার্যক্রমেও সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দুর্যোগ, মহামারি কিংবা শান্তিপূর্ণ সময়ে—দেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর এমন উদ্যোগ সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।