মানবতার সেবায় বন্যার্তদের পাশে বাংলাদেশ আনসার ও ভিডিপি
 
                 
নিউজ ডেস্ক
বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে যখন জনজীবন বিপর্যস্ত, তখন সেই সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ফেনী, খাগড়াছড়ি ও অন্যান্য পার্বত্য জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে বাহিনীর সদস্যরা শুধু পোশাক-এ নয়, বরং এক একজন মানবতার দূত হয়ে হাজির হচ্ছেন দুর্গত মানুষের ঘরে ঘরে।
অপ্রত্যাশিত বৃষ্টিপাত, নদীভাঙন ও পাহাড় ধসের ফলে বহু মানুষ পানিবন্দি, গৃহহীন ও নিরুপায় হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং হিল আনসার-ভিডিপির প্রশিক্ষিত সদস্যরা তৎপর হয়ে ওঠেন উদ্ধার, নিরাপত্তা ও ত্রাণ সহায়তা কার্যক্রমে।
বাহিনীর মহাপরিচালকের সরাসরি নির্দেশে দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলার প্রতিটি দুর্গত অঞ্চলে গড়ে তোলা হয়েছে কন্ট্রোল রুম, যেখান থেকে জেলা কমান্ড্যান্টগণ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
ত্রাণসামগ্রী বিতরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাহিনীর সদস্যরা দুর্যোগ মোকাবিলায় এক মানবিক ও নিষ্ঠাবান ভূমিকা পালন করছেন। তারা দুর্গত মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে, জীবন ও সম্পদ রক্ষায় সহায়তা দিতে, এমনকি দুর্যোগ-পরবর্তী জীবনযাত্রায় ফিরে আসার পথ দেখাতে সহায়তা করছেন।
প্রসঙ্গত: বাংলাদেশ আনসার ও ভিডিপি শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষার বাহিনী নয়, দুর্যোগকালীন সময়েও তাঁরা এক নির্ভরতার প্রতীক হয়ে ওঠে। এই বাহিনীর মানবিক ভূমিকা জনগণের আস্থা অর্জন করেছে, যা রাষ্ট্রীয় সেবার গণ্ডি ছাড়িয়ে এক নিঃস্বার্থ সহমর্মিতার প্রতীক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে বলে বাহিনী সূত্রে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
