মিজোরামে বিপুল অস্ত্র ও গুলি আটকের ঘটনায় ইউপিডিএফের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এনআইএ
![]()
নিউজ ডেস্ক
ভারতের মিজোরাম রাজ্যে গত জানুয়ারিতে আটক বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামভিত্তিক চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি – এনআইএ)।
গতকাল মিজোরামের রাজধানী আইজলের একটি বিশেষ আদালতে এনআইএ যে চার্জশীট দাখিল করেছে, তাতে এ তথ্য উঠে আসে।
চার্জশীটে বলা হয়েছে, ইউপিডিএফ-এর সশস্ত্র সদস্যদের হাতে অবৈধভাবে একে-৪৭ রাইফেল ও বিপুল পরিমাণ গুলি পৌঁছে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র কাজ করছিল, যার সদস্যরা পার্বত্য চট্টগ্রামের উগ্রপন্থী গ্রুপগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগে ছিল। আটক হওয়া পাঁচ ব্যক্তির মধ্যে অন্যতম আলোক বিকাশ চাকমা ইউপিডিএফের একজন সক্রিয় অস্ত্র সরবরাহকারী হিসেবে চিহ্নিত হয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে মিজোরাম পুলিশ মামিট জেলার সাইথা গ্রামে অভিযান চালিয়ে ৬টি একে-৪৭ রাইফেল, ১৩টি ম্যাগাজিন ও ১০,০৫০ রাউন্ড গুলিসহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করে। তারা হলেন—লালবিয়াকচাংগা ওরফে ডেভিড, লালথমচেউভা ওরফে থওমা, মালসওমা, রুয়াললিয়ানসাংগা ওরফে সাংগা এবং আলোক বিকাশ চাকমা। পরবর্তীতে ওই মামলার তদন্তভার নেয় এনআইএ এবং দুই মাস তদন্ত শেষে ইউপিডিএফ সংশ্লিষ্টতার প্রমাণসহ চার্জশীট দাখিল করে।
ভারতের জাতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর আন্তঃসীমান্ত অস্ত্র পাচার কার্যক্রম এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে তাদের কার্যকলাপের নতুন প্রমাণ মিলেছে। নিরাপত্তা বিশ্লেষণে আশঙ্কা করা হচ্ছে, ইউপিডিএফ ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো মিজোরাম ও তৎসংলগ্ন অঞ্চলে সক্রিয় মিজো-জাতিক গোষ্ঠীর অস্ত্রচক্রের সঙ্গে জড়িত হয়ে বৃহত্তর সহিংসতার পরিকল্পনায় লিপ্ত থাকতে পারে।
প্রসঙ্গত, ইউপিডিএফ দীর্ঘদিন ধরে পার্বত্য শান্তিচুক্তির বিরোধিতা করে অস্ত্রসহ বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। এনআইএ কর্তৃক ইউপিডিএফের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ উত্থাপন পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক যোগাযোগকে ঘিরে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।