বান্দরবানে ছাত্র পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছ উপহার: পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা
![]()
নিউজ ডেস্ক
“বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতি”—এই প্রতিপাদ্যে বান্দরবান জেলা ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো “বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ উপহার ২০২৫”।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৫টা ৩০ মিনিটে সংগঠনের জেলা কার্যালয় প্রাঙ্গণে এই পরিবেশ সচেতনমূলক আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। সভাপতিত্ব করেন ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি জনাব আসিফ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সেক্রেটারি হাবিব আল মাহমুদ, সহ-সভাপতি জামির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন এবং দপ্তর ও প্রচার সম্পাদক মিসবাহ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব চিন্তা ও চর্চা ছড়িয়ে দিতে উপহার হিসেবে মাল্টা, পেয়ারা, আম, কামরাঙা সহ বিভিন্ন ফলজ ও ফুলজ গাছ বিতরণ করা হয়। পাশাপাশি জেলা কার্যালয়ের প্রাঙ্গণে একাধিক বৃক্ষ রোপণ করা হয়।
বক্তারা বলেন, “গাছ শুধু সৌন্দর্য নয়, এটি জীবন। নগরায়নের চাপে হারিয়ে যেতে থাকা সবুজকে ফিরিয়ে আনতে হলে, আজই আমাদের গাছ লাগানো শুরু করতে হবে।” তারা পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশে বলেন, পরিবেশ রক্ষায় গাছ কাটার পরিবর্তে গাছ লাগিয়ে ভারসাম্য বজায় রাখার এ উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হতে হবে।
প্রসঙ্গত, বৈশ্বিক জলবায়ু সংকটের এই সময়কালে স্থানীয় উদ্যোগ ও তরুণদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির এমন আয়োজন শুধু প্রশংসনীয়ই নয়, ভবিষ্যতের নিরাপদ পরিবেশ গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।