কিশোরগঞ্জের হাওড়ে দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

কিশোরগঞ্জের হাওড়ে দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

কিশোরগঞ্জের হাওড়ে দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের হাওড়ে সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে বুধবার (১৬ জুলাই) জেলার হাওর উপজেলা মিঠামইনে স্থানীয় গরিব ও দুস্থ মানুষকে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেয়া হয়।

সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ২৭ আরই ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় মিঠামইন অডিটরিয়ামে এ চিকিৎসাসেবা ক্যাম্পে চিকিৎসা সেবা ছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হয়।

ময়মনসিংহ সিএমএইচ এর বিশেষজ্ঞ সামরিক ডাক্তাররা রোগীদের চিকিৎসা দেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ দিন ৪ শতাধিক রোগীকে ওষুধসহ চিকিৎসা সেবা দেয়া হয়। প্রত্যন্ত হাওরে হাতের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি হাওরের সাধারণ মানুষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।