কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকা থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
![]()
নিউজ ডেস্ক
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী হরিপুর এলাকা থেকে তিন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপি সংলগ্ন সীমান্ত এলাকার অভ্যন্তর থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
আটককৃতরা হলেন—সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) এবং তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের অন্ধকারে ওই তিনজন হরিপুর সীমান্তের ভেতরে মাছ ধরছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন বিএসএফ সদস্য হঠাৎ সীমান্ত পেরিয়ে এসে তাদের ‘চোরাকারবারি’ সন্দেহে আটক করে ভারতের ভেতরে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় ঘটনার পুরোটা তারা প্রত্যক্ষ করতে পারেননি। শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, “তারা মাছ ধরতে গিয়েছিল বলে শুনেছি। পরে বিএসএফ এসে ধরে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।”
আটক মাসুকের ভাই ময়নুল মিয়া জানান, “আমার ভাই ও অন্য দুইজন বাংলাদেশ অংশেই ছিল। হঠাৎ বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গেই স্থানীয় বিজিবিকে জানিয়েছি।”
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
তবে ৪৬ বিজিবির (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, “বিষয়টি আগে জানা ছিল না। এখন শুনলাম। খোঁজ নিচ্ছি।”
উল্লেখ্য, বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যদের এই ধরনের আটক অভিযানের ঘটনা নতুন নয়। এই ঘটনায় নতুন করে সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা প্রশ্নে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।