রাজধানীর বসিলায় ৯ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

রাজধানীর বসিলায় ৯ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

রাজধানীর বসিলায় ৯ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর বসিলা হাই স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনব্যাপী আয়োজিত এই মানবিক কার্যক্রমে অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের মাঝে সরাসরি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় গঠিত মেডিকেল টিমে ছিলেন মেডিসিন, সার্জারি, চর্ম ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা। টিমটি প্রায় ৯ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন, যাদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

রাজধানীর বসিলায় ৯ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

চিকিৎসাসেবা গ্রহণকারীদের মুখে ছিল সন্তোষ ও কৃতজ্ঞতার ছাপ। আয়োজনে সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল ও নগরবসতির পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই এ ধরনের চিকিৎসা ক্যাম্প ও সেবামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে, যা সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।