রাঙামাটিতে ক্যাপস্টোন কোর্স অংশগ্রহণকারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে আজ সোমবার দুপুরে ইন্টারনাল স্টাডি ট্যুর (আইএসডি) ক্যাপস্টোন কোর্স–২০২৫/২ এর অংশগ্রহণকারী ফেলো ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। শুরুতে বোর্ডের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও স্বাগত জানান বোর্ড চেয়ারম্যান।
পরিচিতি পর্বের পর বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন-এর সঞ্চালনায় আয়োজিত প্রেজেন্টেশনে বোর্ড চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইতিহাস, গঠনতন্ত্র এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেন। তিনি বলেন, বোর্ড পাহাড়ের সার্বিক উন্নয়নে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রশিক্ষণ, আবাসনসহ বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করছে।
সভায় ক্যাপস্টোন কোর্স–২০২৫/২ এর ফেলোগণ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রশ্ন রাখেন এবং মতামত প্রদান করেন। বোর্ড চেয়ারম্যান অনুপ কুমার চাকমা ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেন এবং অংশগ্রহণকারীদের পরামর্শ ভবিষ্যতের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।
মতবিনিময় শেষে ফেলো ও ফ্যাকাল্টি সদস্যরা বোর্ডের উদ্যোগকে প্রশংসা করে ধন্যবাদ জানান। এ সময় পারস্পরিক শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।
অনুষ্ঠানে ক্যাপস্টোন কোর্সের ফেলো, সেনাবাহিনীর রাঙামাটির রিজিয়ন কমান্ডার, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, জোন অধিনায়ক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশের উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও নীতি নির্ধারণে সহায়ক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীদের এই স্টাডি ট্যুরের আয়োজন করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।