নাইক্ষ্যংছড়িতে ৯ হাজারের বেশি বার্মিজ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করল ১১ বিজিবি

নাইক্ষ্যংছড়িতে ৯ হাজারের বেশি বার্মিজ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করল ১১ বিজিবি

নাইক্ষ্যংছড়িতে ৯ হাজারের বেশি বার্মিজ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করল ১১ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য দেখিয়েছে। ব্যাটালিয়নের আওতাধীন জামছড়ি বিওপি কর্তৃক এক অভিযানে ৯৬৬০ পিস বার্মিজ ইয়াবা, একটি মোবাইল সেট ও নগদ ১৭ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সীমান্তবর্তী জামছড়ি এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ইয়াবা ও অন্যান্য সামগ্রী ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে উল্লেখিত মাদক ও সামগ্রী উদ্ধার করা হয়। অভিযুক্ত ছয়জন চোরাকারবারীকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করে উদ্ধারকৃত আলামতসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দেশের সর্বদক্ষিণ সীমান্তে দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে। দুর্গম পার্বত্য এলাকায় দায়িত্ব পালন করেও বাহিনীটি আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখে বেসামরিক মহলে প্রশংসা অর্জন করেছে।

প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবির এই ধারাবাহিক মাদকবিরোধী অভিযান পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।