বিধ্বস্ত বিমানটি যুদ্ধবিমান, ছিল প্রশিক্ষণ মিশনে: আইএসপিআর
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত উড়োজাহাজটি প্রশিক্ষণ বিমান নয়, যুদ্ধ বিমান ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২২ জুলাই) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি ছোট ব্যাখ্যার প্রয়োজন, কিছু কিছু গণমাধ্যম লিখছে সোমবার বিধ্বস্ত বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। বিনীত ভাবে আবারও জানাতে চাই, এটি ছিল যুদ্ধের উপযোগী একটি যুদ্ধবিমান, এটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।