রামগড়স্থ ৪৩ বিজিবির মানবিক কার্যক্রম: গরীব-অসহায়দের মাঝে সহায়তা বিতরণ

রামগড়স্থ ৪৩ বিজিবির মানবিক কার্যক্রম: গরীব-অসহায়দের মাঝে সহায়তা বিতরণ

রামগড়স্থ ৪৩ বিজিবির মানবিক কার্যক্রম: গরীব-অসহায়দের মাঝে সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় জোন (৪৩ বিজিবি)-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গরীব ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম নিজে উপস্থিত থেকে এসব মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

রামগড় জোনের তত্ত্বাবধানে আয়োজিত এই মানবিক সহায়তা কার্যক্রমে একজন গরীব ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। বসতঘর নির্মাণের জন্য একটি পরিবারকে দেওয়া হয় ছয় বান্ডিল ঢেউটিন। পাশাপাশি রামগড় এলাকার একাদশ শ্রেণির একজন শিক্ষার্থীকে প্রয়োজনীয় গাইড বই দেওয়া হয়।

রামগড়স্থ ৪৩ বিজিবির মানবিক কার্যক্রম: গরীব-অসহায়দের মাঝে সহায়তা বিতরণ

অন্যদিকে, এক মাদরাসা শিক্ষার্থীর বকেয়া বেতন পরিশোধের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। একইসঙ্গে সোনারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী হিসেবে ক্রিকেট ব্যাট, টেনিস বল, ফুটবল ও স্কিপিং রোপ বিতরণ করা হয়। নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে দেওয়া হয় নগদ অনুদান।

এছাড়াও রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি পার্বত্য এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই রামগড় জোন এই কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।