মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প: সেবা পেলেন পাহাড়ি-বাঙালি ৪২ জন
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি সেনা জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (২৩ জুলাই) সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি উপজেলার পঙ্খীমুড়া এলাকায় এ কমিউনিটি চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মহালছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন অতনু বিশ্বাস।
ক্যাম্পে মোট ৪২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। তাঁদের মধ্যে ১১ জন ছিলেন বাঙালি এবং ৩১ জন চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের সদস্য।
চিকিৎসাসেবার মধ্যে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথা, মাথাব্যথা, দাঁতের ব্যথা ও শারীরিক দুর্বলতা বিষয়ক চিকিৎসা অন্তর্ভুক্ত ছিল।
এই ক্যাম্পে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমকে আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসায় অভিহিত করেছেন।
মহালছড়ি সেনা জোন কর্তৃপক্ষ জানিয়েছেন, স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে প্রশংসিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
