মাটিরাঙ্গা জোনে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত, সম্প্রীতি রক্ষায় জোর
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সেনা জোনে সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক নিয়মিত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে জোন সদর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আধহাম।
সভায় স্থানীয় পরিস্থিতি, ব্যাটারি চালিত টমটমের লাইসেন্স নবায়ন, ধলিয়া লেক পরিষ্কার কার্যক্রম, অবৈধ দখল মুক্তকরণ, কিশোর গ্যাং ও মাদক সমস্যা, মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিলজনিত সমস্যা, শিক্ষার্থী নির্যাতন, শান্তি পরিবহনের দুর্ঘটনা, ব্যক্তিগত পকেট চেক সংক্রান্ত হয়রানি, শিশু ধর্ষণ, চাঁদাবাজি, চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভূমি বিরোধ এবং জেলাপরিষদের বরাদ্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় জোন অধিনায়ক বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সক্রিয় রয়েছে এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। তিনি সন্ত্রাসবাদ ও অপরাধ দমনে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, আনসার অধিনায়ক এইচ এম মেহেদী হাসান, মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউল আলম (বদি), জামায়াত সভাপতি শামশুল হক, বাজার পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা হারুন রশিদ, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সহ-সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক আলগীর হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেনসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা নিরসনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।