মিজোরামে আসাম রাইফেলের অভিযানে প্রায় ১০ কোটি টাকার হেরোইন জব্দ

মিজোরামে আসাম রাইফেলের অভিযানে প্রায় ১০ কোটি টাকার হেরোইন জব্দ

মিজোরামে আসাম রাইফেলের অভিযানে প্রায় ১০ কোটি টাকার হেরোইন জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মিজোরাম রাজ্যের চামফাই জেলার জোকাওথার এলাকায় যৌথবাহিনী আসাম রাইফেলসের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি গাড়ি থেকে ১.২২৭ কেজি হেরোইন নম্বর–৪ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ৭৫ লাখ রুপি।

আসাম রাইফেলস সূত্রে জানা যায়, জোকাওথারের ক্রসিং পয়েন্ট–১ এলাকায় বিশেষ নজরদারিমূলক অভিযানের সময় মাদকদ্রব্যটি উদ্ধার করা হয়। আটক মাদকের সঙ্গে জড়িত গাড়িটিও জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত হেরোইন ও গাড়িটি পরবর্তীতে চামফাই জেলার আবগারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সীমান্তবর্তী মিজোরামে মাদক পাচার দীর্ঘদিন ধরেই একটি উদ্বেগজনক সমস্যা হিসেবে চিহ্নিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলেও জানায় আসাম রাইফেলস।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।